Apan Desh | আপন দেশ

‘স্বৈরাচারী আচরণ করলে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে’

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩০, ৯ আগস্ট ২০২৫

‘স্বৈরাচারী আচরণ করলে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে’

ছবি: আপন দেশ

আগামীতে ক্ষমতায় গিয়ে যারাই ফ্যাসিস্ট ও স্বৈরাচারী আচরণ করবেন তাদের পরিণতিও শেখ হাসিনার মতো হবে। এমন মন্তব্য করেছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন।

তিনি বলেন, সাংবাদিকদের সুরক্ষায় সাংবাদিক সংগঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসাতে হবে।

শনিবার (০৯ আগস্ট) দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে ফ্যাসিবাদী দুঃশাসনের অবসানে ‘জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএফইউজে সভঅপতি।

আরওপড়ুন<<>>‘আ. লীগের পথ ধরে হাঁটছে বিএনপি’

ওবায়দুর রহমান শাহিন বলেন, গত সাড়ে ১৫ বছর ধরে রাজনৈতিক নেতাকর্মীরা ফাঁসিতে ঝুলেছে। সাংবাদিকরা আন্দোলনের বাইরে থাকতে পারেননি। ১৫ বছর বিএনপি সমর্থক পত্রিকা কোনো ক্রোড়পত্র পায়নি। কিন্তু এবার সব পত্রিকা ক্রোড়পত্র পেয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএফইউজে’র সহকারী মহাসচিব ড. সাদেকুল ইসলাম স্বপন, দফতর সম্পাদক আবু বকর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শামিম কবির, শহর জামায়াতের আমীর সিরাজুস সালেহীন, ছাত্রশিবির দিনাজপুর শহর সভাপতি মোশফিকুর রহমান, এনসিপি শ্রমিক উইং কেন্দ্রীয় কমিটির সদস্য রেজাউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির ও শহীদ রবিউল ইসলাম রাহুলের বাবা মুসলেম উদ্দিন প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়