Apan Desh | আপন দেশ

২০ বছরের সাজাপ্রাপ্ত আসামির গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১১, ৮ আগস্ট ২০২৫

২০ বছরের সাজাপ্রাপ্ত আসামির গ্রেফতার

ছবি : আপন দেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থানার পুলিশ ২০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার (০৮ আগস্ট) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতার জসিম উদ্দিন (৫৮) উপজেলার শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।  

এর আগে বৃহস্পতিবার (০৭ আগস্ট) রাতে ঢাকার শেরে বাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সাজা এড়াতে আসামি নিজের নাম-পরিচয় গোপন করে ঢাকায় অবস্থান করছিল।

হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামি বিশ বছরের সাজাপ্রাপ্ত জি আর আসামি। ঢাকার শেরে বাংলা নগর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাজা এড়াতে তার নাম পরিচয় পরিবর্তন করে ফেলেন। যাতে পুলিশ তাকে আইনের আওতায় আনতে না পারে। তথ্য প্রযুক্তির সহায়তায় নাম ঠিকানা বের করে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়