Apan Desh | আপন দেশ

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে ভেঙেছে সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৮, ৭ আগস্ট ২০২৫

চট্টগ্রামে ভারী বৃষ্টিতে ভেঙেছে সড়ক, জলাবদ্ধতায় দুর্ভোগ

ছবি : আপন দেশ

টানা বৃষ্টিতে চট্টগ্রাম শহরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের একটি অংশ ভেঙে গেছে। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে; সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। ফলে অফিসগামী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন।

মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা মোড় ও জিইসি সার্কেলসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে রয়েছে। জলাবদ্ধতা পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে অনেককে পায়ে হেঁটে যেতে হয়েছে। প্রভাষক রায়হান উদ্দিন জানান, তাকে মুরাদপুর থেকে নতুন সেতু পর্যন্ত হেঁটে যেতে হয়েছে, যা ছিল অত্যন্ত কষ্টকর।

রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় গণপরিবহন সংকট দেখা দিয়েছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, এ সুযোগে রিকশা ও সিএনজিচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। মামুনুর রশিদ নামে এক যাত্রী বলেন, সাধারণত যেখানে রিকশা ভাড়া লাগে ৫০ টাকা, আজ সেখানে দিতে হয়েছে ৮০ টাকা।

শহরবাসীর অভিযোগ, খাল-নালা পরিষ্কার না থাকার কারণেই জলাবদ্ধতা প্রকট হচ্ছে। প্রতিবছর বর্ষায় একই সমস্যা হলেও, কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধানে ব্যর্থ বলে তারা দাবি করেছেন।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত) চট্টগ্রামে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সতর্কতা জারি করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহবান জানানো হয়েছে।

আঞ্চলিক আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে, যা শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রাখতে পারে।

এদিকে, অক্সিজেন থেকে বায়েজিদ সড়কের স্টারশিপ ফ্যাক্টরির কাছে শীতলঝর্ণা খালের ওপর একটি সেতুর কিছু অংশ ভেঙে পড়েছে। এতে ওই সড়কে আংশিক চলাচল বন্ধ হয়ে গেছে এবং তৈরি হয়েছে তীব্র যানজট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়