Apan Desh | আপন দেশ

চাঁদা না পেয়ে দোকানে তালা, জামায়াত-বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১০, ২৯ জুলাই ২০২৫

চাঁদা না পেয়ে দোকানে তালা, জামায়াত-বিএনপি নেতাসহ গ্রেফতার ৪

ছবি: আপন দেশ

নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেয়ায় ১০ দোকানে তালা দেয়ার হয়।এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, জামায়াত ও বিএনপির স্থানীয় নেতাকর্মী।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় আহম্মেদপুর বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- জামায়াতে ইসলামীর জোয়াড়ী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড সভাপতি ও আহম্মেদপুর এলাকার বাসিন্দা রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াতের কর্মী আজিমুদ্দিন (৪০), বিএনপির কর্মী হায়দার আলী (৪৮) ও তার বাবা মুজিবর রহমান (৭০)।

দোকান মালিক জাহাঙ্গীর আলম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়েছে। জাহাঙ্গীর ছাড়াও জমির মালিক হিসেবে দাবি করেছেন নওপাড়া গ্রামের কোরবান আলী, শাহ আলম হোসেন ও মোতালেব হোসেন। তারা বলেন, সেখানে তাদের ১০ দোকান রয়েছে।

জাহাঙ্গীর আলম বলেন, রুহুল আমিন ও তার ভাইয়েরা অনেক দিন ধরে প্রতি দোকান থেকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে এসে আমাদের মারধর করেন। পরে আমাদের ১০ দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেন।

আরও পড়ুন>>>‌‘মওলানা ভাসানী না থাকলে শেখ মুজিব তৈরি হতো না’

তিনি আরও বলেন, আমরা বাধ্য হয়ে চাঁদা দিয়েছি। তবেই দোকান খোলার সুযোগ পেয়েছি।

আরেক দোকানি কোরবান আলী বলেন, বিকেলে সেনাবাহিনী ও থানা-পুলিশ এসে অভিযান চালায়। তারা ১০ দোকানের তালা খুলে দেয়। চারজনকে গ্রেফতার করে।

তবে গ্রেফতারের আগে নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা।

জামায়াত নেতা রুহুল আমিন বলেন, জমিটি আমাদের। দোকানিরা জোর করে দখল করে আছে। আমরা জমি ফেরত চাইলে তারা দোকান ছাড়তে চায় না। এ বিষয়ে আদালতে মামলা করেছি। তবে এভাবে দোকানে তালা দেয়াটা ঠিক হয়নি।

বিএনপি কর্মী হায়দার আলী বলেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও ইউনিয়ন সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে একটি সমঝোতা কমিটি করা হয়েছিল। উভয় পক্ষ ১৫ হাজার টাকা করে জামানত দেয়। কিন্তু দোকানিরা চুক্তি মানেনি। তাই আমরা দখলে যাই। তবু এটা আমাদের ঠিক হয়নি।

জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মালেক বলেন, রুহুল আমিন ও তার ভাই জামায়াতের নেতাকর্মী। দলীয়ভাবে আলোচনার মাধ্যমে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, চাঁদা না দেয়ায় দোকানে তালা দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। জাহাঙ্গীর আলম থানায় মামলা করেছেন। আজ তাদের আদালতে পাঠানো হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়