Apan Desh | আপন দেশ

ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন!

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ২৭ জুলাই ২০২৫

আপডেট: ১৯:৪৯, ২৭ জুলাই ২০২৫

ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবিতে বৈষম্যবিরোধী নেত্রীর অনশন!

বিয়ের দাবিতে অনশনরত কিশোরী

ভোলার চরফ্যাশন উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। সম্প্রতি উপজেলার চর মাদরাজ ইউনিয়ন চর আফজাল গ্রামের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

ওই কিশোরীর দাবি অনুযায়ী, সে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় ছিল। স্থানীয় সূত্র জানিয়েছে, সে ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক।

গত ৫ দিন ধরে অনশনে আছে ওই কিশোরী। তার দাবি, এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে। তবে ব্যাবহারিক পরীক্ষা না দেয়ায় অকৃতকার্য হয় ওই কিশোরী।

আরওপড়ুন<<>>রায়পুরায় ৩৫ কৃতি শিক্ষার্থী পেল পুরস্কার-সনদ

কিশোরীর দাবি, তার প্রেমিক (কিশোর) নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাদের পরিচয়। পরে বন্ধুত্ব ও প্রেমে রূপ নেয় তাদের সম্পর্ক। বিয়ের অশ্বাসে প্রেমিক তার সঙ্গে ঘনিষ্ঠও হয়েছে বলেও অভিযোগ কিশোরীর।

এদিকে ওই কিশোরের মা-বাবা তাদের ছেলেকে নির্দোষ দাবি করে বলেন, আমাদের ছেলে নির্দোষ। একটি মহলের ইন্দনে তাদের সন্তানকে অহেতুক ফাঁসানোর এ ষড়যন্ত্র চলছে।

ভোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি বলেন, ওই তরুণী থানায় বা উপজেলায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়