
ছবি: আপন দেশ
নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২২-২০২৩ সালের কৃতি ৩৫ শিক্ষার্থীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউটস স্কিম’ এর আওতায় এ পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এ উপলক্ষে রোববার (২৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো আকরাম হোসেন।
আরওপড়ুন<<>>বিএনপি নেতার গ্রেফতার দাবিতে উত্তপ্ত নাগেশ্বরী
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে শিক্ষার মান বৃদ্ধির জন্য পারফরমেন্স বেজড গ্র্যান্টস স্কিম একটি যুগান্তকারী পদক্ষেপ। শিক্ষার্থীদের পুরস্কৃত করার মাধ্যমে তাদের আগ্রহ ও অংশগ্রহণ আরও বাড়ানো সম্ভব। এ কার্যক্রম শুধু শিক্ষার্থীদের নয়, বিদ্যালয়গুলোকেও তাদের পারফরমেন্স উন্নয়নের জন্য প্রতিযোগিতায় যুক্ত করেছে। শিক্ষকদের জন্যও এটা বড় অনুপ্রেরণা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন কলেজ-স্কুলের শিক্ষক, অভিভাবক এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা।
পুরস্কার বিতরণ শেষে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছাস দেখা যায়। এ সময় তারা জানান, সরকারের পক্ষ থেকে এমন সম্মাননা ভবিষ্যতে তাদের আরও মনোযোগী ও দায়িত্বশীল করে তুলবে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।