
ছবি : আপন দেশ
দেশের উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুরে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহর (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। আব্দুল্লাহ উপজেলার হাবিবপুর বাজার এলাকার বাদশা মিয়ার ছেলে।
বুধবার (২৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি মমতাজুল হক।
মামলার এজাহারে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) সকালে বিরামপুর সরকারি কলেজের উদ্দেশে ঐ ছাত্রী বাড়ি থেকে বের হন। পৌর শহরের ব্রিজের পাশ দিয়ে কলেজে যাচ্ছিলেন তিনি। সেসময় আব্দুল্লাহ তার ব্যাগ ধরে টান মারে এবং ছাত্রীর হাত চেপে ধরে।
এক পর্যায়ে মেয়েটিকে জোরপূর্বক জড়িয়ে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় আবদুল্লাহ। সেসময় মেয়েটির ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে আব্দুল্লাহ পালিয়ে যায়। পরে বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সবাইকে জানান সে ছাত্রী।
বিরামপুর উপজেলা ছাত্র দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু বলেন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহর বিরুদ্ধে এক কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। আমরা বিষয়টি অবগত হয়েছি। এটা খুবই দুঃখজনক, এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমি বিষয়টি কেন্দ্রে জানাব, কেন্দ্র তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, বিরামপুর সরকারি কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় আব্দুল্লাহ নামে একজনের নামে মামলা হয়েছে। আমরা আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা করছি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।