Apan Desh | আপন দেশ

পুকুরে মিলল নিখোঁজ মাদরাসা ছাত্রের মরদেহ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ১৬ জুলাই ২০২৫

পুকুরে মিলল নিখোঁজ মাদরাসা ছাত্রের মরদেহ

ছবি: আপন দেশ

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে নিখোঁজের তিনদিন পর সাহাদাত হোসেন সজিব (১৪) নামে এক মাদরাসা ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মো.রনি (১৭) নামে আরেক মাদরাসা ছাত্রকে আটক করেছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ, ওই ছাত্রকে হত্যা করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরাগাঁও ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের কাশিপুর গ্রামের একটি পুকুর থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সজিব কাশিপুর গ্রামের লস্কর বাড়ির মৃত শওকত আলীর ছেলে। সে স্থানীয় কাশিপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। অপরদিকে,আটক রনি একই মাদরাসা এবং একই বাড়ির মো.রুবেলের ছেলে।

আরওপড়ুন<<>>চুরি করতে গিয়ে পুলিশের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রোববার (১৩ জুলাই) থেকে সজিব নিখোঁজ ছিল। তার বাড়ির সামনে একটি রিকশা গ্যারেজ আছে। ওই গ্যারেজের একটি সিসি টিভির ফুটেজে দেখা যায়, সজিব নিজ বাড়ির সামনে থেকে নৌকায় করে রনিসেহ পাশের একটি বাগানে বক ধরতে যায়। পরে একই ফুটেজে দেখা যায় রনি ফিরে আসলেও সজিব ফিরে আসেনি। খবর পেয়ে মঙ্গলবার (১৫ জুলাই) পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালেও সেখানে সজিবের সন্ধান পায়নি।

বুধবার ভোর রাতের দিকে স্থানীয়রা রুহুল আমিনের পুকুরে সজিবের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রনিকে আটক করে।

সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম বলেন, একই বাড়ির দুই বন্ধু একসঙ্গে বাড়ির পাশের একটি বাগানে বক ধরতে যায়। এরপর রনি গাছে উঠে। তখন সজিব গাছের নিচে দাঁড়িয়ে ছিল। একপর্যায়ে রনি গাছ থেকে নেমে বাড়ি চলে আসে। সজিবকে খোঁজাখুজি করে না পেলেও রনি সজিবের সঙ্গে পাখি ধরতে যাওয়ার বিষয়টি তার পরিবারকে জানায়নি।

তিনি আরও বলেন, নিহত সজিবের মাথায় আঘাতের চিহৃ রয়েছে। মনে হচ্ছে মাথায় আঘাত করা হয়েছে। একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আপন দেশ/এমএইচ      

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়