Apan Desh | আপন দেশ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে হামলা-গোলাগুলি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪২, ১৬ জুলাই ২০২৫

আপডেট: ১৬:৩৭, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে হামলা-গোলাগুলি

ছবি: আপন দেশ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাকর্মীদের বহরে হামলার ঘটনা ঘটেছে। এসময় ছাত্রলীগ-পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।

বুধবার (১৬ জুলাই) দুপুর ৩টা ২৫ মিনিটে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ সহিংসতা শুরু হয়। হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার সময় ইট-পাটকেল ছোড়াসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শহরের লঞ্চঘাট এলাকা ও আশপাশের সড়কে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ সময় সংঘর্ষ থামাতে সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনাবাহিনী এসে হামলাকারীদের প্রতিরোধের চেষ্টা চালায়। এনসিপি নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে নিতে পুলিশকে সহায়তা করে।

ঘটনার পর গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে ব্যারিকেড দেয় হামলাকারীরা। এতে অনেক এনসিপি নেতাকর্মী বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। জানা গেছে, চৌরঙ্গী মোড় এলাকা থেকে এনসিপির গাড়িবহরের কিছু যান ঢাকা-খুলনা মহাসড়কের দিকে চলে যায়। ওইসব বহরে কারা ছিলেন, তা নিশ্চিত হওয়া না গেলেও স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, তারাও হামলার শিকার হতে পারেন।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়