Apan Desh | আপন দেশ

বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে ছেলের বাধা, গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৩, ১৫ জুলাই ২০২৫

বৃদ্ধা মাকে বাড়িতে ঢুকতে ছেলের বাধা, গ্রেফতার ৩

সংগৃহীত ছবি

নওগাঁ শহরের কাজীর মোড়ে এক হৃদয়বিদারক ঘটনায় ছেলে নিজের বৃদ্ধা মাকে বাবার রেখে যাওয়া বাড়িতে ঢুকতে বাধা দিয়েছেন। ওই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে জুমাতুল এম ইসলাম সৌরভ (৩২) ও আরও দুই সহযোগীকে গ্রেফতার করেছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। বাড়ির সিঁড়িতে তালা লাগিয়ে মাকে বাইরে আটকে রাখে ছেলে সৌরভ। ফলে বৃদ্ধা মা বিলকিস আক্তার (৬২) সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ির সিঁড়ির পাশে বসে ছিলেন।

জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের এমন অমানবিক আচরণ ছড়িয়ে পড়লে বিকেলে ঘটনাস্থলে ছুটে যান গণমাধ্যমকর্মী ও মানবাধিকার সংগঠনের সদস্যরা। তাদের সামনেই মা-পুত্র পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষকে থানায় নিয়ে যায়।

থানায় আলোচনার সময়ও সৌরভ তার মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেন ও মারধরের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে। পরে বিলকিস আক্তার বাদী হয়ে মামলা করলে রাতেই সৌরভ ও হামলায় জড়িত দুই সহযোগী— চকদেব এলাকার খোকন (৪৫) ও কাজীর মোড় এলাকার নাহিদ ইসলাম (৩৫) কে গ্রেফতার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২১ সালে বিলকিস আক্তারের স্বামী মারা যান। এরপর থেকে বসতবাড়ির মালিকানা নিয়ে ছেলে সৌরভ ও মায়ের মধ্যে বিরোধ শুরু হয়। সৌরভ মায়ের কাছ থেকে পুরো বাড়ি লিখে নিতে চাপ দিতে থাকে। কিন্তু মা ও দুই মেয়ে এতে রাজি না হওয়ায় সম্পর্কের অবনতি হয়।

বিলকিস আক্তার বর্তমানে অধিকাংশ সময় বড় মেয়ের বাড়িতে বসবাস করছেন। তবে সোমবার নিজের বাসায় ফিরতে গেলে তাকে ঢুকতে দেয়া হয়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়