
ছবি: আপন দেশ
মাদারীপুরের রাজৈরে নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসায়ী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০৬ জুলাই) রাতে রাজৈরের বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারের পাশ থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাজিতপুর গ্রামের ব্যবসায়ী সুমন হাওলাদারের স্ত্রী টুম্মা বেগম (৩০), একই গ্রামের কালাম খালাসির ছেলে নয়ন খালাসি (২০), নয়ানগর গ্রামের জগিল হাওলাদারের ছেলে অনিক হাওলাদার (২২) ও সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার নুরুজ্জামান ঘরামীর ছেলে সজিব ঘরামী (২০)।
আরওপড়ুন<<>>মসজিদের দোতলায় পড়ে ছিল স্কুলছাত্রীর রক্তাক্ত মরদেহ
রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, বাজিতপুরে দীর্ঘদিন ধরে একাধিক টং ঘর ও নৌকায় অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে ইয়াবা ডিলার সুমন হাওলাদার ও তার ভাই সোহেল হাওলাদারসহ তাদের লোকজন। পরে বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই এনায়েত করিম ও রিপনসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে ওসি (তদন্ত) সঞ্চয় কুমার ঘোষ অভিযান চালায়। এ সময় এক নারী ও ৩ যুবককে দেড় হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে মাদক ব্যবসায়ী চক্রের প্রধান সুমন ও সোহেল পালিয়ে যায়।
তিনি আরও জানান, তারা নৌকার মধ্যে থেকেই ইয়াবা বিক্রি করে। তাদের কাছে পৌঁছাতে নৌকায় যেতে হয়। অপরিচিত কাউকে দেখলেই ইয়াবা পানির মধ্যে ফেলে দেয়। কারণ পানিতে পড়লে ইয়াবা গলে যায় আর প্রমাণও থাকে না। এজন্য তাদেরকে ধরাও অনেক কষ্টকর। তবে মাদকের ব্যবহারে আমরা একটু বেশিই সোচ্চার। প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে, যেন মাদক না থাকে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।