Apan Desh | আপন দেশ

মসজিদের দোতলায় পড়ে ছিল স্কুলছাত্রীর রক্তাক্ত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৬, ৬ জুলাই ২০২৫

আপডেট: ১৪:২৪, ৬ জুলাই ২০২৫

মসজিদের দোতলায় পড়ে ছিল স্কুলছাত্রীর রক্তাক্ত মরদেহ

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে ময়না আক্তার (৯) নামে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (০৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়ার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ময়না ওই পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। সে লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় একটি মাদরাসায় নূরানী বিভাগে পড়তেন।

নিহতের পরিবার জানায়, শনিবার (০৬ জুলাই) দুপুরে খেলাধুলা করার জন্য ময়না বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ময়না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকালে শিশুরা হাবলিপাড়া জামে মসজিদে গেলে দোতলায় ময়নার রক্তাক্ত মরদেহ দেখতে পায়।

আরওপড়ুন<<>>দুর্বৃত্তদের অস্ত্রের কোপে আহত আ.লীগ নেতার মায়ের মৃত্যু

পরে মসজিদের ঈমাম ময়নার মাকে খবর দেয়। মসজিদে গিয়ে স্থানীয়রা ময়নার বিবস্ত্র ও গলায় কাপড় প্যাঁচানো মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ, পিবিআই ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

এদিকে, এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তপন সরকার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে। তবে নিহত শিশুকে ধর্ষণ করা হয়েছে কি না বিষয়টি ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়