
ছবি: সংগৃহীত
প্রায় দুইঘণ্টা পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে পড়া উড়োজাহাজ সরিয়ে নেয়া হয়েছে। এতে আবারও সচল হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে।
শনিবার (০৫ জুলাই) সকালে চট্রগ্রাম সৌদি আরবের মদীনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৩৮।
অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে পৌঁছালে উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিমানবন্দরের রানওয়ে।
কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়ার পর উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেয়া হয়। ত্রুটি সারিয়ে উড়োজাহাজটি সরানো হলে প্রায় দুই ঘণ্টা পর আবারও স্বাভাবিক হয় বিমানবন্দরের কার্যক্রম।
শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-১৩৮ শুক্রবার (০৪ জুলাই) রাত সাড়ে ১১টায় মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে ছেড়ে আসে। শনিবার সকাল সোয়া ৯টায় চট্টগ্রামে অবতরণ করে। অবতরণের সময় প্রবল বৃষ্টি হচ্ছিল। ইউটার্ন নেয়ার সময় রানওয়ে-২৩ প্রান্তে উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।