Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে মাদক বিরোধী র‌্যালী-আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১০, ২৬ জুন ২০২৫

কুড়িগ্রামে মাদক বিরোধী র‌্যালী-আলোচনা সভা

ছবি : আপন দেশ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে কুড়িগ্রামে মাদক বিরোধী র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে এসব অনুষ্ঠান হয়। 

শুরুতে মাদক বিরোধী র‌্যালী শেষে জেলা প্রশাসন মিলনায়তন (স্বপ্নকুঁড়ি) কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

তিনি বলেন, কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা না গেলে সুন্দর সমাজ গঠন অসম্ভব। তরুন ও যুবকদের মাদক থেকে বিরত রাখতে অভিভাবকদের আহবান জানান তিনি। মাদক নির্মুলে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। এজন্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে মাদকের কুফল নিয়ে বিভিন্ন স্তরের সভা, সমাবেশে আলোচনা করারও আহবান জানান তিনি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম কুদরাত-এ-খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম বিজিবি প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি, সিভিল সার্জন সহ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু প্রমুখ। অনুষ্ঠানের শেষের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, মাদক নিয়ন্ত্রনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দফতর সব সময় সক্রিয় রয়েছে। তিনি জানান, কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে গত ৬ মাসে ইয়াবা, স্ক্রাফ, হেরোইন, গাঁজা, ফেন্সিডিল সহ বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এসময় নিয়মিত মামলা-৯৭টি, জিডি মামলা-২টি, মোবাইল কোর্ট মামলা-৭০টি সহ মোট ১৬৭টি মামলায় ১৮২ জন আসামিকে আটক করা হয়।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু জানান, বিষয়টি খুবই উদ্বেগজনক! মাদক নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশদ আলোচনা হয়। পুলিশ, বিজিবি, বিএনপি, জামাত, এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইসলামী আন্দোলন সহ গণতান্ত্রিক আন্দোলনের নেতৃবৃন্দ একমত হোন যে কোন মুল্যে কুড়িগ্রাম জেলাকে মাদক মুক্ত করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা