Apan Desh | আপন দেশ

‘দেশকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ২০ জুন ২০২৫

আপডেট: ২২:৪২, ২০ জুন ২০২৫

‘দেশকে নতুন করে গড়ে তোলার সময় এসেছে’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, এখন সময় এসেছে নতুন করে গড়ে তোলার। বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দলমত নির্বিশেষে যোগ্য ব্যক্তিদের নিয়ে ঐক্যবদ্ধভাবে ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এক সময় ক্রিকেট বোর্ডের সদস্য থাকায় আমি নিজেকে গর্বিত মনে করি। সেই থেকে ক্রিকেটের প্রতি ভালোলাগা।

শুক্রবার (২০ জুন) বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মির্জা ফখরুল।

আরওপড়ুন<<>>আ.লীগকে পুনর্বাসনে ভারতীয় নীতিনির্ধারকদের ষড়যন্ত্র চলছে’

বিএনপি মহাসচিব বলেন, অতীতে সহজেই ক্রিকেট খেলা দেখতে পাওয়া যেত না, এখন যেভাবে অনেক সহজ হয়েছে। একটি সময়ে আমরা সকলেই একসঙ্গে ডিস এন্টেনা লাগিয়ে খেলা দেখতাম। ভবিষ্যতে এ জেলার খেলার মান আরও বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এখন খেলার জগত থেকে ভিন্ন জগতে চলে গিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি খেলার সঙ্গে রাজনীতিকে আনার পক্ষে নই। খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত। যারা যোগ্য, তারা খেলবেন। যারা মাঠে খেলেন তাদের হৃদয় অনেক বড় হয়, যা প্রমাণিত, যেখানে দল মত ছিল না। একসময় আমরা একেকজন একেক মত ও দল সমর্থন করতাম। কিন্তু ক্রিকেট ও খেলাধুলার সময় সকলেই এক হয়ে যেতাম, ঐক্যবদ্ধ হয়ে যেতাম বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, এ স্টেডিয়াম যখন নির্মাণ করা হয় তখন আমার বাবা মির্জা রুহুল আমিন এর নেতৃত্ব দিয়েছেন। এ স্টেডিয়ামের জমি অধিগ্রহণ করে দিয়েছিলেন তিনি। পরবর্তীতে নির্মাণ ব্যয়ের জন্য বিভিন্ন ফান্ড সংগ্রহ করা হয়েছিল। এখন এ স্টেডিয়ামের পরিবেশ অনেক উন্নত হয়েছে। ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে এ বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সৃষ্টি করার পরিবেশ ও সুযোগ এসেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

টুর্নামেন্টে ঢাকা, রাজশাহী,পাবনা, রংপুর, দিনাজপুর,পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় দিনাজপুর ডমিনেটরকে ৬ ইউকেটে হারিয়ে পাবনা জেলা চাম্পিয়ন হয়।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা