Apan Desh | আপন দেশ

বাড়ছে তিস্তার পানি, ডুবছে ফসলের ক্ষেত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৩, ২ জুন ২০২৫

আপডেট: ১৫:২৫, ২ জুন ২০২৫

বাড়ছে তিস্তার পানি, ডুবছে ফসলের ক্ষেত

ছবি : আপন দেশ

কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে বেড়েছে তিস্তার নদীর পানি। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়ে পড়েছে তিস্তা অববাহিকার চরাঞ্চলসহ নিম্নাঞ্চল। পানিতে তলিয়ে গেছে চর ও দ্বীপ চরে আবাদ করা শত শত হেক্টর বাদাম ক্ষেত। এ অবস্থায় অনেক কৃষক ক্ষেতের অপরিপক্ক বাদাম তুলে নিলেও অনেক কৃষকের ক্ষেত রয়েছে পানির নিচে।

কৃষকরা জানান, আর এক সপ্তাহ পর ক্ষেত থেকে বাদাম তোলার কথা থাকলেও হঠাৎ করে তিস্তার পানি বাড়ায় নিচু এলাকার সব বাদাম পানিতে তলিয়ে গেছে। এ সময় চরাঞ্চলে অন্য ফসল না থাকলে শুধু ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে উঠতি বাদাম ক্ষেত।

উলিপুর উপজেলার গড়াই পিয়ার এলাকার তিস্তার অববাহিকার কৃষক মঞ্জু মিয়া বলেন, আমার দুই বিঘা জমির বাদাম পানির নিচে। খুব একটা টেনশনে আছি, খরচের টাকা উঠবে কি না জানি না।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ পরিচালক আসাদুজ্জামান বলেন, বাদাম ও তিল মিলে প্রায় ৬৫ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। তবে পানি শুকিয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করা যাবে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ফারাক্কার ৪৪ টি গেট খুলে দেয়ায় রোববার থেকে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার পর মঙ্গলবার থেকে পানি হ্রাস পাবে বলে জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়