
ছবি: আপন দেশ
নরসিংদী রায়পুরায় মানসিক ভারসাম্যহীন ছেলের শাবলের আঘাতে বাবা কবির মিয়ার (৫০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ মে) রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে হঠাৎ শাবল দিয়ে মনির তার বাবাকে আঘাত করেন। এ সময় আহত কবির মিয়া দৌড়ে বাইরে চলে এলে পেছন থেকে আবারও আঘাত করেন মনির। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকার লোকজন মনিরকে আটক করে থানায় খবর দেন।
আরওপড়ুন<<>>সাতক্ষীরায় ২৩ জনকে পুশইন করল বিএসএফ
প্রতিবেশি জয়নাল মিয়া বলেন, কবির হোসেনের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে মনির সবার বড়। এক বছর আগে সৌদি আরবে যান মনির। সেখান থেকে বাড়ি ফিরে আসার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন সে। ছয় মাস আগে দাদি, ফুফু ও চাচাতো বোনকে কুপিয়ে জখম করেন মনির। ওই ঘটনায় করা মামলায় তিন মাস কারাগারে ছিলেন তিনি। সেখান থেকে জামিনে ছেলেকে ছাড়িয়ে আনেন কবির মিয়া। তারপর থেকে একটি দোচালা ঘর করে ছেলেকে নিয়ে বসবাস করতেন
আমার বাড়ির পাশের জমিতেই শাবল দিয়ে করিবকে হত্যা করে মনির। তখন মনিরের হাতে শাবল থাকায় সামনে যেতে সাহস পাইনি। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় মনিরকে আটক করে পুলিশকে খবর দেয়া হয় বলে জানান তিনি।
রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান, প্রবাস ফেরত ছেলের শাবলের আঘাতে কবির মিয়া নামে একব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পর তার ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।