Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় ২৩ জনকে পুশইন করল বিএসএফ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫১, ২৭ মে ২০২৫

আপডেট: ১৩:৫৫, ২৭ মে ২০২৫

সাতক্ষীরায় ২৩ জনকে পুশইন করল বিএসএফ

ছবি: আপন দেশ

সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) ভোররাতে তাদেরকে সীমান্ত পার করে বিএসএফ।

সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ওই ২৩ জনকে পুশইন করে বিএসএফ। ঘটনার পরপরই বিজিবির সদস্যরা তাদের আটক করে হেফাজতে নেন। পুশইন হওয়া সবাই বাংলাভাষী। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন, ৭ পুরুষ, ৭ নারী ও ৯ শিশু। বর্তমানে তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে আছেন।

আরও পড়ুন>>>বিএনপির অফিসে টেবিলে পা তুলে আ.লীগ কর্মীর ধূমপান

বিজিবির ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল ঘটনার প্রতিবাদ জানিয়ে সীমান্তে বিএসএফের কৈজুরী ক্যাম্পের সঙ্গে পতাকা বৈঠকে বসেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মবহির্ভূতভাবে এ ধরনের পুশইন আন্তর্জাতিক সীমান্ত চুক্তির লঙ্ঘন। বিষয়টি উর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

পুশইনের বিষয়ে বিজিবির এক কর্মকর্তা বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থীভাবে কোনো ব্যক্তিকে সীমান্তে ঠেলে দেয়ার অধিকার কোনো দেশেরই নেই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়