
ছবি: আপন দেশ
গোপালগঞ্জের মুকসুদপুরের গোহালা ইউনিয়নের সিন্দিয়াঘাট বাজারে পানি উন্নয়র বোর্ডের জায়গায় নির্মাণাধীন ৩১টি দোকানসহ শহীদ মুক্তিযোদ্ধা ক্লাব ভেঙে দেয়া হয়েছে।
সোমবার (১৯ মে) সকালে উপজেলার সিন্দিয়াঘাট বাজারে পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব জায়গা দখলমুক্ত করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আরওপড়ুন<<>>কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত শিশুদের একজনের মৃত্যু
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, সিন্দিয়াঘাট বাজারে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা করছে স্থানীয় কিছু ব্যবসায়ী। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ এসব অবৈধ দোকানঘর সরিয়ে নিতে একাধিকবার নির্দেশ দিয়েছে। কিন্তু অবৈধ দখলদাররা দোকানঘর সরিয়ে নিতে গড়িমসি করে আসছে। সেজন্য আজ জেলা প্রশাসন কর্তৃক এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি, জেলা উপ-বিভাগীয় প্রকৌশলী সুব্রত কুমার, গোপালগঞ্জ সদর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল, মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল ও সিন্দিয়াঘাট ফাঁড়ি ইনচার্জ আলমগীর হোসেন প্রমুখ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।