
ছবি: আপন দেশ
পাবনার আটঘরিয়ায় দলীয় কার্যালয়ে আগুন দেয়ার ঘটনায় পোড়া কোরআন নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। অবিলম্বে দোষীদের গ্রেফতারসহ থানার ওসিকে প্রত্যাহারের দাবি জানান তারা।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে আটঘরিয়ার দেবোত্তর বাজারে উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে তারা পাবনা-আটঘরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। নেতাকর্মীরা পোড়ানো কোরআন শরীফ দেখিয়ে বিক্ষোভ করেন।
এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সহকারী সেক্রেটারি এস এম সোহেল, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা।
আরওপড়ুন<<>>বিএসএফের ‘৭৫০ জনকে’ পুশইন রুখে দিল বিজিবি-জনতা
অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, উপজেলা বিএনপির চাঁদাবাজ ও দখলবাজ সন্ত্রাসীরা শুধু জামায়াতের কার্যালয় পোড়ায়নি। তারা ইসরাইলের কায়দায় বর্বর হামলা চালিয়ে পবিত্র কোরআনসহ বিভিন্ন ইসলামী বইপত্র পুড়িয়েছে। অবিলম্বে এ সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। এছাড়া আটঘরিয়ার থানার ওসি সন্ত্রাসীদের পক্ষ নিয়ে তিনি নিরপক্ষতা হারিয়েছেন। অবিলম্বে তাকেও প্রত্যাহার করতে হবে।
আটঘরিয়া থানার ওসি মো. শফিকুজ্জামান বলেন, উভয়পক্ষ সংঘর্ষ ও অফিস ভাঙচুর করেছে। এতে বেশ কয়েকজন আহতও হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, দেবোত্তর ডিগ্রি কলেজের নির্বাচনে জামায়াত নেতাদের ফরম তুলতে বাধা ও মারধর করে বের করে দেন বিএনপির নেতারা। এ ঘটনায় উভয় দলের বিক্ষোভ ও সংঘর্ষ হয়। পরে উপজেলা বিএনপির নেতা আলমের অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করেন জামায়াতের নেতাকর্মীরা। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা উপজেলা জামায়াতের অফিসে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেন। এসব ঘটনায় একে অপরকে দুষছেন উভয় দলের নেতারা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।