Apan Desh | আপন দেশ

বিএসএফের ‘৭৫০ জনকে’ পুশইন রুখে দিল বিজিবি-জনতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:২৬, ১৬ মে ২০২৫

আপডেট: ১৪:৪৪, ১৬ মে ২০২৫

বিএসএফের ‘৭৫০ জনকে’ পুশইন রুখে দিল বিজিবি-জনতা

ছবি : আপন দেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে গভীর রাতে ৭৫০ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে তারা সেটা পারেনি। এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর সীমান্তে উত্তেজনা বিরাজ করে। তবে পরিস্থিতি টের পেয়ে বিএসএফ সরে যাওয়ায় কোনো সমস্যা দেখা দেয়নি।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ২টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

রাত ২টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে ওই ৭৫০ জনকে পুশইন করতে জড়ো হয় বিএসএফ। এমন খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় বিজিবি। পাশাপাশি স্থানীয় জনতা সীমান্তে জড়ো হয়।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর কালাছড়া ওয়ার্ডের সদস্য মো. ফরহাদ আলী বলেন, রাত ২টার দিকে বিজিবি সদস্যরা আমাদেরকে জানায় ৭৫০ জনকে বাংলাদেশে পুশইন করে পাঠাবে বিএসএফ। পরে এলাকার মানুষকে নিয়ে সীমান্তে যেতে বলি। এ বিষয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী, নোয়াবাদী সীমান্তে শত শত লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হয়।

তিনি আরও বলেন, অনেকে ফেসবুকে লাইভে এসেও মানুষকে জড়ো হওয়ার আহ্বান জানান। পরে লোকজন জড়ো হলে বিএসএফ সরে যায়।

স্থানীয় আরেক ইউনিয়ন পরিষদ সদস্য মামুন চৌধুরী বলেন, বিএসএফ পুশইনের চেষ্টা করলে এলাকায় মাইকিং করা হয়। বিজিবির সহযোগিতায় লোকজন সীমান্তে গিয়ে জড়ো হয়ে তাদেরকে পিছু হটতে বাধ্য করে। তবে কতজনকে সীমান্তে আনা হয়েছিল সেটা নিশ্চিত করে বলতে পারছি না।

বিষ্ণুপুর বিজিবি ক্যম্পের (সুবেদার) শরিফ মাহাবুব বলেন, গোপন তথ্যে জানতে পারি বিএসএফ ৭৫০ জনকে বাংলাদেশে পুশইন করাবে। এ খবরে সীমান্ত এলাকার সবাইকে নিয়ে মাইকিং করিয়ে বিএসএফের অপতৎপরতা রুখে দিয়েছি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে। পুশইন চেষ্টার খবরে জনগণ বিজিবির সঙ্গে থেকে প্রতিহত করেছে।

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ বলেন, পুশইন ও মাদক কোনোভাবেই বাংলাদেশে আসতে পারবে না। এ ব্যাপরে বিজিবি সবসময়ই সতর্ক অবস্থায় আছে। তবে কতজন পুশইন করবে এই ধরণের সংখ্যার ব্যাপারে জানেন না বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়