Apan Desh | আপন দেশ

বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ১২ মে ২০২৫

বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

ঢাকাগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দুই যুবক নিহত  হয়েছে। রোববার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার বড়াইল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেলাল হোসেন (৩৫) ও সঞ্জয় কুমার রায় (২৭)। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।  নিহত বেলাল ফুলবাড়ী উপজেলার চন্দ্রকানা মাস্টারপাড়া এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। সঞ্জয় একই উপজেলার কবির মামুদ খামারটারী এলাকার নিবারণ চন্দ্রের ছেলে।

আরওপড়ুন<<>>প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মেয়েকে হত্যা’, বাবা গ্রেফতার

নিহত সঞ্জয়ের চাচা সুমন কুমার রায় জানান, সঞ্জয় ও বেলাল একই মোটরসাইকেলে রংপর থেকে বাড়ি ফেরার পথে শাহ আলী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। পরে কাউনিয়া থানার পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে আমরা মরদেহ বাড়িতে নিয়ে আসি।

এ ব্যাপারে ফুলবাড়ি থানার ওসি শরিফুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে ঘটনাটি কাউনিয়া থানার পুলিশ জানেন।

কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ জানান, ঢাকাগামী বাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়