Apan Desh | আপন দেশ

কালবৈশাখীতে গাছের ডাল পড়ে র‍্যাব সদস্য নিহত

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৭, ১২ মে ২০২৫

কালবৈশাখীতে গাছের ডাল পড়ে র‍্যাব সদস্য নিহত

ছবি: আপন দেশ

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৭) নামে এক র‍্যাব কনস্টেবল নিহত হয়েছেন।

রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া।

আরওপড়ুন<<>>প্রতিপক্ষকে ফাঁসাতে ‘মেয়েকে হত্যা’, বাবা গ্রেফতার

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক ডিউটিরত থাকাবস্থায় রাতে ক্যাম্পে ফিরছিলেন। এ সময় তার আরেক সদস্যের সঙ্গে মোটরসাইকেলে সাহার বাজার পৌঁছান। তখন হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লে আঘাতে আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার সঙ্গে থাকা আরেক সদস্যও আহত হয়েছেন।

এ বিষয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল জানান, র‍্যাব সদস্য আবু বক্কর সিদ্দিককে রাতে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, কালবৈশাখী ঝড়ে র‍্যাবের এক সদস্য নিহত হয়েছেন। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা তা জানা নেই।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়