
ছবি: আপন দেশ
দালাল আর টাকা ছাড়া কোনো সেবা মেলে না পাবনা বিআরটিএ অফিসে। এমনই ভয়াবহ চিত্র উঠে এসেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আকস্মিক অভিযানে।
বুধবার (০৭ মে) দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর।
তিনি জানান, অভিযানের সময় উপস্থিত সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলা হয়। অধিকাংশই জানান, দালাল ছাড়া কোনো কাজ হয় না। অনেকে জানান, কাজ করতে ১০-১২ হাজার টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়।
একজন ভুক্তভোগী রবিন হোসেন বলেন, ২০১৯ সালে আবেদন করেছিলাম। ৫ বছর ঘুরেও কোনো কাজ হয়নি। পরে দালালের মাধ্যমে টাকা দিলে কাজ হয়। দুইবার মিলিয়ে ১৯ হাজার টাকা দিতে হয়েছে।
আরও পড়ুন>>>রোগীকে ধর্ষণচেষ্টা, কবিরাজ গ্রেফতার
অভিযোগ রয়েছে, অনেকেই ২০১৯ সাল থেকে আবেদন করেও এখনো লাইসেন্স পাননি। আবার যখন দালালের মাধ্যমে টাকা দেয়া হয়, তখনই দ্রুত কাজ হয়ে যায়।
দুদক জানায়, সেবা নিতে আসা সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে হয়রানির শিকার। লাইসেন্স, রেজিস্ট্রেশন, রুট পারমিট—সব কাজেই দালালের মাধ্যমে টাকা লেনদেন হয়। ঘুষ দিলেই কাজ হয়, না দিলেই হয়রানি শুরু হয়।
দুদক কর্মকর্তারা বলেন, এসব তথ্য প্রাথমিকভাবে সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে তা কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে নির্দেশনা এলে ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয়দের ভাষ্যমতে, বিআরটিএ পাবনা অফিসে দালালদের একক আধিপত্য। কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। বিষয়টি নিয়ে আগেও গণমাধ্যমে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। তারপরও পরিস্থিতির উন্নতি হয়নি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।