
ছবি: আপন দেশ
নোয়াখালীর হাতিয়ায় কলেজছাত্রী ভাতিজিকে (১৯) নিয়ে রিপন চন্দ্র দাস নামে এক যুবলীগ নেতা লাপাত্তা রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি একেএম আজমল হুদা। তিনি বলেন, এ ঘটনায় রোববার (২৭ এপ্রিল) ভুক্তভোগী মেয়ের বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, শনিবার (২৬ এপ্রিল) উপজেলার চরঈশ্বর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত রিপন চন্দ্র দাস (৩৮) ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলটিয়া গ্রামের প্রিয়লাল চন্দ্র দাসের ছেলে। তিনি একই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং তিন সন্তানের জনক। ওই কলেজছাত্রী তার দূর সম্পর্কের ভাতিজি হয়।
স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা রিপন ও নিখোঁজ কলেজছাত্রী নিকট প্রতিবেশী হয়। মেয়ের বাবার সঙ্গে রিপনের সুসম্পর্ক ছিল। ওই ছাত্রীর বাবা প্রায় রিপনকে তার বাড়িতে নিয়ে যেত। সেখানে প্রায় মা-মেয়ের সঙ্গে গল্প করত রিপন। তবে ভুক্তভোগী পরিবার বলছে, কলেজে যাওয়ার পথে মেয়েকে উত্যক্ত করত রিপন। একপর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়ে বিষয়টি তার বাবাকে বলার পর তিনি ছেলের পরিবারকে বিষয়টি জানায়। তখন রিপন ও তার পরিবারের লোকজন মেয়ের বাবাকে হুমকি ধামকি দেয়।
আরওপড়ুন<<>>মাদকসহ পুলিশের এসআই আটক
রিপন সরকার পতনের পর কিছুদিন গা-ঢাকা দিয়েছিলেন। কয়েক মাস আগে আবার প্রকাশ্যে আসে। শনিবার সকালে প্রাইভেট পড়তে কলেজে যাওয়ার পথে রাস্তা থেকে রিপনসহ তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। এখনও মেয়ের কোনো খোঁজ পাননি তার পরিবার।
যোগাযোগ করা হলে অভিযুক্ত যুবলীগ নেতা রিপন চন্দ্র দাসের মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।
ওসি আরও বলেন, মেয়ের বাবার সঙ্গে অভিযুক্ত রিপনের খুব ভালো সম্পর্ক ছিল। প্রায় রিপনকে মেয়ের বাবা তাদের বাসায় নিয়ে যেত, খাওয়া-দাওয়া করত, একসঙ্গে ঘুমাতো। ওই ছেলে মেয়েকে কলেজে নিত, এখন সে মেয়ে নিয়ে ভাগছে। এখানে অপহরণের কোনো কাহিনী নেই। লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ আসামিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।