 
										ছবি : আপন দেশ
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলি ছুড়েছেন এক দল মুখোশধারী দূর্বৃত্ত। এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে গুলি ছোড়ার পর দৌড়ে নদীতে গিয়ে নৌকা যোগে পালাচ্ছে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা। তবে ওই ভিডিওটি কে বা কার মোবাইলে ধারণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এরআগে রোববার (০২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে সীমানা প্রাচীর সংলগ্ন এলাকা থেকে কার্যালয়কে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলির বিস্ফোরণ হয়। সে সময় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও কার্যালয় চত্বরে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কর্মী সমাবেশ চলছিল। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর সেখানে পরিদর্শন করেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। তবে কারা এবং কেন এঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। কারণ উদঘাটনে কাজ করছে পুলিশের কয়েকটি টিম।
পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সীমানা প্রাচীরের বাইরে থেকে রোববার দুপুরের দিকে দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড কার্যালয় লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। কে বা কারা এঘটনা ঘটিয়েছে এটি ধারণা করতে পারছি না। বিষয়টি পুলিশ তদন্ত করছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব জানান, রোববার পানি উন্নয়ন বোর্ড কার্যালয়কে লক্ষ্য করে গুলির ঘটনা তদন্ত করতে কাজ করছে পুলিশের কয়েকটি টিম। ওই ভিডিওটি আমরাও দেখেছি। সেখানে দেখা যাচ্ছে দৌড়তে দৌড়তে গড়াই নদী দিয়ে নৌকা যোগে পালাচ্ছে কয়েকজন মুখোশধারী দূর্বৃত্ত। এ ঘটনায় থানায় কেউই লিখিত অভিযোগ দেয়নি। তবুও পুরো ঘটনা তদন্ত করতে আমাদের কাজ অব্যাহত রয়েছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই ভিডিওটি দেখে যাচাই-বাছাই এর কাজ করছে পুলিশ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































