 
										ফাইল ছবি
যশোরের মণিরামপুরে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। নির্যাতনের ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হয়। তারা মোটা অঙ্কের অর্থ দাবি করেছিল। না পেয়ে ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল ভিডিও। মুহূর্তেই ওই ভিডিওটি হয় ভাইরাল। এ ঘটনায় শুক্রবার (২৬ জুলাই) মামলা হয়। অভিযান চালিয়ে গতকাল (শনিবার) ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হল- ঝিকরগাছা উপজেলার খোষালনগর গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে প্রান্ত বিশ্বাস (২২), মণিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামের ফজর গাজীর ছেলে আশরাফুল ইসলাম (২২) ও কোমলপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে শাওন হোসেন (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে মালয়েশিয়া থেকে বাড়ি আসেন আশরাফুল। এরপর থেকেই ওই ছাত্রীকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এরই জের ধরে গত ২৭ জুন রাতে ফুসলিয়ে ওই ছাত্রীকে নিয়ে ধূমপান করান আশরাফুল। একপর্যায়ে ওই ছাত্রীর ঝিমুনি এলে নির্যাতন চালানো হয়। সে সময় ওই নির্যাতনের ভিডিও ধারণ করা হয়। এরপর সেই ভিডিও স্কুলছাত্রীর পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে টাকা দাবি করা হয়। টাকা না দেয়ায় ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন অভিযুক্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর দাদী বাদী হয়ে মামলা করেন।
মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বলেন, স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ভাইরালের অভিযোগে মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
আপর দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































