Apan Desh | আপন দেশ

পরিবারসহ অবরুদ্ধ বেরোবি ভিসি উদ্ধার

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ১৭ জুলাই ২০২৪

পরিবারসহ অবরুদ্ধ বেরোবি ভিসি উদ্ধার

ভিসি ড. হাসিবুর রশীদ। ছবি-সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থী কর্তৃক সপরিবারে অবরুদ্ধ থাকা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি ড. হাসিবুর রশীদকে উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। এসময় অবরুদ্ধ ছিলেন আরও ৬ শিক্ষক। প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকা ভিসি ও শিক্ষকদের রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়।

মঙ্গলবার ( ১৬ জুলাই) রাত ১০টার দিকে র‌্যাব-১৩ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সূত্রে জানা যায়, চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ নামের এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় ভিসির বাসভবনে সন্ধ্যায় আগুন ও ব্যাপক ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে ভিসির বাসভবনে পাহারারত পুলিশের গাড়িতে আগুন লাগায় ছাত্ররা। এসময় ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন ভিসি ড. হাসিবুর রশীদসহ তার পরিবার। সেখানে ছিল আরও ৬ শিক্ষক। বিষয়টি প্রশাসন জানার পর র‌্যাব-১৩ এর একটি দল বিশ্ববিদ্যালয়ের পেছনের গেট দিয়ে বাসভবনে প্রবেশ করে দ্রুত র‌্যাবের গাড়িতে তুলে নেন। ভিসি ও তার পরিবার এবং শিক্ষকরা রংপুর সার্কিট হাউজে নিরাপদে অবস্থান করছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা