Apan Desh | আপন দেশ

টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৫, ৩১ মার্চ ২০২৪

টেকনাফ সীমান্তে ফের গোলাগুলি

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপার থেকে ফের তীব্র বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ ভেসে আসছে। রোববার (৩১ মার্চ) সকাল থেকে উপজেলার সাবারাং, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের পার্শ্ববর্তী মিয়ানমার এলাকায় থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ কথা জানিয়েছেন স্থানীয়রা।

সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, সকাল থেকে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা অনেক আতঙ্কে আছেন। টানা কয়েকদিন ধরে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে।

হোয়াইক্ষং ইউনিয়ন উনছিপ্রাং এলাকার বাসিন্দা ফায়সাল বলেন, টানা কয়েকদিন ধরে এ ভারী অস্ত্রের শব্দ শোনা যাচ্ছে। আমরা যারা সীমান্তের কাছাকাছি বসবাস করি তারা অনেক আতঙ্কে আছি।

শাহপরীর দ্বীপ এলাকার জেলে ইসমাইল বলেন, সকাল থেকে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি হচ্ছে। মর্টার শেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় কাঁপছে। অনেক জেলে ভয়ে এখন মাছ শিকারে যাচ্ছে না।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, মিয়ানমারের অভ্যন্তরে সকাল থেকে থেমে থেমে গোলাগুলি হচ্ছে। আতঙ্কে আছেন স্থানীয়রা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়