ছবি: আপন দেশ
নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ১২টি শাপলাপাতা মাছ। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। পরে তা ১ লাখ ৮ হাজার টাকায় কিনে নেন ঘাটের সাদিয়া ফিশ এজেন্স।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে জেলেরা মাছগুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনলে উৎসুক জনতা ভিড় জমান।
সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো. বাবু বলেন, ৩-৪ দিন আগে জাহাজমারার মনির মাঝির জালে মাছগুলো ধরা পড়ে। তবে আজ সকালে তার কাছ থেকে ১ লাখ ৮ হাজার টাকায় মাছগুলো আমারা কিনে নেই।
আরও পড়ুন>> মালবাহী ট্রেন: লাইনচ্যুতির পরও চললো এক কি.মি
উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে মনির মাঝির ইলিশের জালে ১২টি শাপলাপাতা মাছ ধরা পড়ে। পরে আজ সকালে তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫৯ কেজি এবং আরেকটি ছিল ৪৮ কেজি ওজনের। এ দুটি মাছ ১৬ হাজার টাকায় মণ দরে বিক্রি করা হয়। বাকি মাছগুলো বিক্রি হয় ৭০ হাজার টাকায়।
আপন দেশ/জিআর/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































