Apan Desh | আপন দেশ

নতুন টেকনোলজির ব্যবহারের জন্য দক্ষ কর্মী গড়তে হবে: ড. তারিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২০:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

নতুন টেকনোলজির ব্যবহারের জন্য দক্ষ কর্মী গড়তে হবে: ড. তারিকুজ্জামান

ছবি: সংগৃহীত

ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান বলেছেন, শেয়ারবাজারে সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের বিশেষ অঙ্গীকার। নতুন টেকনোলজির ব্যবহারের জন্য দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সেন্ট্রাল অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) নির্দিষ্ট কিছু ফিচার কাঠামো রয়েছে। এগুলো সকল ব্যবহারকারীর জন্য সমান।

তিনি বলেন, ব্রোকার হোস্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের (ওএমএস) মাধমে একজন ব্রোকার তার বিনিয়োগকারীদের নিজের সুবিধামত ভ্যালু এডেড সার্ভিস নিশ্চিত করতে পারে। ব্রোকারেজ হাউজগুলো পর্যায়ক্রমে ওএমএস চালু করলে গ্রাহক সেবার মান উন্নতি হবে। শেয়ারবাজার উন্নয়নে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

রোববার (১৮ ফেব্রুয়ারি) ডিএসই ট্রেনিং একাডেমিতে ফিক্স সার্টিফিকেশন প্রদান অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ড. এটিএম তারিকুজ্জামান বলেন, শেয়ারবাজারে সার্বিক উন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের বিশেষ অঙ্গীকা। সে লক্ষ্যেই শেয়ারবাজারকে স্মার্ট শেয়ারবাজার হিসেবে গড়ে তোলা হবে। শেয়ারবাজার তার লক্ষ্য অর্জনে উন্নত ডিজিটালাইজেশনের বিকল্প কিছু নেই। এ বিষয়টি প্রথম থেকেই গুরুত্ব দিয়ে আসছ ডিএসই। ফিক্স সার্টিফিকেশনের বিষয়টি আমাদের অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। এবং একটি দক্ষ শেয়ারবাজার গড়ে উঠবে।

ডিএসই’র প্রধান আর্থিক কর্মকর্তা সাত্তিক আহমেদ শাহ বলেন, আজকের এ চারটি ব্রোকার হাউজের ফিক্স সার্টিফিকেশন প্রদানের আনুষ্ঠানিক স্বীকৃতি শুধুমাত্র সার্টিফিকেট প্রদান নয়। এটি উৎকর্ষ, উদ্ভাবনের প্রতি নিরলস অঙ্গীকার। একটি বিকশিত বাজারের ল্যান্ডস্কেপে এগিয়ে থাকার নিরলস সাধনার প্রতীক। তিনি সংশ্লিষ্ট সকলকে শেয়ারবাজারের সম্প্রসারণে সহযোগিতা করার আহ্বান জানান।

ড. এটিএম তারিকুজ্জামানের কাছ থেকে সার্টিফিকেট গ্রহণ করেন ডোরিন ক্যাপিটালের গ্রুপ সিএফও মো: মেহেদী হাসান, ইনোভা সিকিউরিটিজের চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া, আইল্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ এবং মাইকা সিকিউরিটিজের উপ ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ জামান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান রেগুলেটরি কর্মকর্তা খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ, জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম এবং আইসিটি ডিভিশনের উপ মহাব্যবস্থাপক হাসানুল করিম, ডোরিন ক্যাপিটালের গ্রুপ সিএফও মো: মেহেদী হাসান এফসিএ, ইনোভা সিকিউরিটিজেরর চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুইয়া, আইল্যান্ড সিকিউরিটিজেরর চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দীন আহমেদ এবং মাইকা সিকিউরিটিজের উপ ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ জামান।

পরে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়। সার্টিফিকেশন প্রাপ্ত হাউজগুলো হলো- ডোরিন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইনোভা সিকিউরিটিজ লিমিটেড, আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেড এবং মিকা সিকিউরিটিজ লিমিটেডকে।

আপন দেশ/টি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়