ছবি: সংগৃহীত
ক্রাইস্টচার্চ টেস্টে রেকর্ডের পিছু তাড়া করে অবিশ্বাস্য ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ-জাস্টিন গ্রিভস-কেমার রোচদের ব্যাটিং বীরত্বে এটি সম্ভব হয়েছে। ৫৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ।
সেখান থেকে প্রতিরোধ গড়ে ম্যাচটা তারা ড্র করেছে। গ্রিভসের ডাবল সেঞ্চুরি, হোপের সেঞ্চুরি আর রোচের ফিফটিতে জয়ের সমান ড্র করতে সমর্থ হয় ক্যারিবীয়রা। ৬ উইকেটে ৪৫৭ রান করে টেস্ট ড্র করেছে তারা। চতুর্থ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তোলার রেকর্ড। সর্বোচ্চ রান ইংল্যান্ডের, ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৫৪ রান করেছিল ইংল্যান্ড। সেটা ছিল টাইমলেস টেস্ট।
আরও পড়ুন<<>>বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা
নিউজিল্যান্ডের করা ২৩১ রানের জবাবে ১৬৭ রানে গুটিয়ে যায় অতিথিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে স্বাগতিকেদের দাপট ছিল আরও বেশি। ৪৬৬ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে তারা।
শাই হোপ ও জাস্টিন গ্রিভস চতুর্থ উইকেটে গড়েন ১৯৬ রানের জুটি। শনিবার (০৬ ডিসেম্বর) পঞ্চম ও শেষ দিন সকালে জ্যাকব ডাফির বলে ১৪০ রানে হোপ আউট হন। দলীয় ২৭৭ রানে ফেরেন কেভিন ইমালচও। এরপর কেমার রোচকে সঙ্গে নিয়ে গ্রিভস ১৮০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন, দুজনে মিলে খেলেছেন ৪১০ বল!
২৩৩ বলে ৫৮ রানে অপরাজিত থেকে ম্যাচ ড্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোচ। নিউজিল্যান্ডের হয়ে ১২২ রানে ৩ উইকেট নেন জ্যাকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ইনিংসে ব্যাট করেছে ১৬৩.৩ ওভার। ১৯৩০ সালের পর চতুর্থ ইনিংসে আর এত ওভার ব্যাটিং করেনি ওয়েস্ট ইন্ডিজ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































