ছবি: সংগৃহীত
ভারতের রাঁচিতে চলমান সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রথম দিনে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অ্যাথলেটরা। পদক তো দুরের কথা, দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার ১০০ মিটার নারী স্প্রিন্টে হিটে দৌড়ই শেষ করতে পারেননি। কয়েক মিটার দৌড়ে ট্র্যাক থেকে উঠে যান এ অ্যাথলেট।
কিছুদিন আগেই জাতীয় অ্যাথলেটিকসে শিরিনকে হারিয়ে সুমাইয়া দেয়ান দ্রুততম মানবী হয়েছিলেন। সে সুমাইয়া রাঁচিতে প্রাথমিক পর্ব পেরিয়ে ফাইনালে উঠেছিলেন। তবে ফাইনালে ১২.৩৫ সেকেন্ড দৌড়ে আটজনের মধ্যে হন ষষ্ঠ। তৃতীয় হয়ে ব্রোঞ্জ জেতা ভারতের শিভাকিকের টাইমিং ১১.৭৮।
আরও পড়ুন<<>>অসম্মান-বাজে আচরণ সহ্য করবো না: বাংলাদেশ কোচ
১০০ মিটার পুরুষ স্প্রিন্ট ইভেন্টের ফাইনালে উঠেছিলেন বাংলাদেশের সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল। তার সঙ্গে ছিলেন বাংলাদেশের আরেক স্প্রিন্টার মোহাম্মদ মোতালেব। দুইজনই ১০.৮৪ সেকেন্ড টাইমিং করেছেন। সমান টাইমিং করলেও মোতালেব পঞ্চম আর ইসমাইল ষষ্ঠ হন। এ ইভেন্টে ব্রোঞ্জ জেতা ভারতের হারষ রাওত সময় নিয়েছেন ১০.৪২ সেকেন্ড।
এছাড়া অন্য ইভেন্টেও ভালো করতে পারেননি বাংলাদেশের অ্যাথলেটরা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































