Apan Desh | আপন দেশ

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১২, ২৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:৪০, ২৩ অক্টোবর ২০২৫

ওয়েস্ট ইন্ডিজকে ২৯৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সংগৃহীত ছবি

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেটে ২৯৬ রান সংগ্রহ করেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২৯৭ রান।

মিরাজ ফিরেছেন ১৭ বলে ১৭ রান করে। নুরুল হাসান অপরাজিত থাকলেন ৮ বলে ১৬ রান করে।

এ ম্যাচে দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান দারুণ শুরু করেন। সাইফ হাসান ব্যক্তিগত ৮০ রানে আউট হন। অন্যদিকে, সৌম্য সরকার ৯১ রানের অনবদ্য ইনিংস খেলেন। সৌম্য যখন আউট হন, তখন বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ১৮১ রান। এটি ছিল দ্বিতীয় উইকেটের পতন।

২০১৮ সালের জানুয়ারির পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস। ২০১৮ সালের ১৯ জানুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ৩২০ রান করার পর এ মাঠে বাংলাদেশের সর্বোচ্চ ছিল ২৭১।

উদ্বোধনী জুটিতে পঞ্চাশ আসে মাত্র ৪৬ বলে। স্পিনে কাজের কাজ কিছু হচ্ছে না দেখে দশম ওভারে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের হাতে বল তুলে দিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তবে এ পেসারও সুবিধা করতে পারেননি।

দারুণ ব্যাটিংয়ে ৪৮ বলে ব্যক্তিগত পঞ্চাশ স্পর্শ করেন সৌম্য। ওয়ানডেতে এটি তার ১৪তম ফিফটি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ। সৌম্যর পর একই মাইলফলক ছুঁয়েছেন আরেক ওপেনার সাইফও। তিনি খেলছেন মাত্র ৪৪ বল। ওয়ানডেতে এটি তার প্রথম ফিফটি।

ঝোড়ো ব্যাটিংয়ে দুই ওপেনারই ছুটছিলেন সেঞ্চুরির দিকে। বেশ প্রাণবন্তও মনে হচ্ছিল তাদের। কিন্তু ইনিংসের ২৬তম ওভারে প্রথম হোঁচট খায় বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলে রোস্টন চেজকে ছক্কা মারতে গিয়ে লং অনে জাস্টিন গ্রিভসের হাতে ধরা পড়েন সাইফ হাসান। ১৭৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৭২ বলে ৬ ছক্কায় ৮০ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার।

সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। তিনিও শেষমেশ ক্যাচ আউট হয়ে ফিরেন। ৮৬ বলে ৯১ রান এসেছে তার ব্যাট থেকে।

দুই ওপেনারের বিদায়ের পর রানের গতি অনেকটাই কমে যায়। তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্ত বেশ কিছু ডট বল খেলেন। তাতে উল্টো চাপে পড়ে যায় বাংলাদেশ। চাপ কমাতে বড় শট খেলতে গিয়ে আউট হন হৃদয়। ৪৪ বলে ২৮ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর শান্ত ফিরেছেন ফিফটির আগে। ৫৫ বলে করেছেন ৪৪ রান।

মিডল অর্ডারে ব্যর্থ মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, নাসুম আহমেদরা। আগের দুই ম্যাচে দারুণ ব্যাটিং করা রিশাদকে প্রমোশন দিয়ে নামানো হয় ছয়ে। তবে এবার ৬ বলে করেছেন মাত্র ৩ রান।

শেষদিকে ভাল ফিনিশিং দিয়েছেন নুরুল হাসান। ৮ বলে অপরাজিত ১৬ রান করেছেন তিনি। এ ছাড়া মিরাজ করেছেন ১৭ বলে ১৭ রান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়