Apan Desh | আপন দেশ

রাবির ইতিহাসের নিয়োগ বোর্ড বাতিল চেয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১৫, ২০ অক্টোবর ২০২৫

রাবির ইতিহাসের নিয়োগ বোর্ড বাতিল চেয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়েছে ৮ অক্টোবর। এতে নিয়োগ বোর্ডের প্রশ্নে ভুল, পরীক্ষায় আর্থিক অনিয়ম, ছাত্রলীগ নেতাদের দুই স্ত্রীর নিয়োগ পাওয়া নিয়ে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 

এদিকে নিয়োগ বোর্ড বাতিলের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন নিয়োগ বোর্ডে অংশ নেয়া একাধিক প্রার্থী।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরের লিখিত অভিযোগ জমা দেন তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও রেজিস্ট্রার বরাবরও লিখিত অভিযোগ দেন তারা। এসময় অবৈধ নিয়োগ বোর্ড বাতিলের দাবি জানান প্রার্থীরা।

লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি অনুষ্ঠিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও পক্ষপাতমূলক আচরণ লক্ষ্য করা গেছে। এ অনিয়মের কারণে মেধাবী ও যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও নিয়োগ প্রক্রিয়ার ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

আরও পড়ুন>>>জিএসে হেরেও সিনেটে নির্বাচিত হলেন শিবির প্যানেলের ফাহিম

লিখিত পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল, প্রশ্নফাঁস, লিখিত পরীক্ষায় অযোগ্য প্রার্থীদের টিকানো ও প্রভাবশালী গোষ্ঠীর হস্তক্ষেপের মতো অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করেছে। সাধারণ শিক্ষার্থীদের মনে গভীর হতাশা সৃষ্টি করেছে।

আমরা দাবি করছি, উক্ত নিয়োগ প্রক্রিয়াটি অবিলম্বে বাতিল করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হোক। পাশাপাশি অনিয়মে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

লিখিত অভিযোগ জমা দিয়ে শিক্ষক নিয়োগ বোর্ডের প্রার্থী গোলাম রব্বানী বুলবুল বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় শিক্ষক নিয়োগ যতটা স্বচ্ছ হওয়ার প্রয়োজন ছিলো তার কোনোটাই ছিলো না ইতিহাসের নিয়োগ বোর্ডে। লিখিত পরীক্ষায় প্রশ্নে ভুল, বিষয় বহির্ভূত প্রশ্ন, আর্থিক অনিয়ম ও প্রশ্ন ফাঁসসহ নানা অভিযোগে জর্জরিত এ নিয়োগ বোর্ড। উপাচার্য স্বচ্ছভাবে নিয়োগ দিতে চাইলেও তার আশেপাশে ঘাপটিমারা থাকা কিছু অসাধু ব্যক্তি তাকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। 

আরেক প্রার্থী আব্দুর রাজ্জাক বলেন, লিখিত পরীক্ষায় প্রচণ্ড অনিয়ম ও চারটি প্রশ্নের মধ্যে দুটিই প্রশ্ন করা হয়েছে ভুল। যেমন ‘কৃষি বিপ্লবকে প্রতারণা বিপ্লব বলা হয়’ এমন প্রশ্নটি ইতিহাসের সঙ্গে জড়িত না। ইউভ্যাল নোয়া হারারি তার ‘দ্যা সেফিয়ানস’ গ্রন্থে কৃষি বিপ্লবকে প্রতারণা বিপ্লব বলে বিতর্কিত মন্তব্য করেছেন সেটি কীভাবে ইতিহাসের শিক্ষক নিয়োগ বোর্ডে প্রশ্ন আকারে আসে সেটি আমার বোধগম্য নয়। এমন উদ্ভট প্রশ্ন করে একটি বিশেষ মহলকে সুবিধা দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, আমি এ বিষয়ে এখনো কিছু জানি না। তবে তারা যদি আমার দফতরে লিখিত অভিযোগ জমা দেন অবশ্যই এ বিষয়টি আমি দেখবো।

আপন দেশ/এমবি 0

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়