Apan Desh | আপন দেশ

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৭, ২২ জুলাই ২০২৫

দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। সে-সঙ্গে প্রথমবারের মতো এ ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে স্বাগতিকরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

দ্বিতীয় ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনার তানজিদ তামিম ও পেসার তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে বিশ্রাম। এ দুই জনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাঈম শেখ ও শরিফুল ইসলাম।

অন্যদিকে পাকিস্তান দলে পরিবর্তন এসেছে একটি। স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে ঢুকেছেন পেসার আহমেদ দানিয়াল। পাকিস্তানের জার্সিতে আজই প্রথম ম্যাচ খেলবেন দানিয়াল।
  
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 
 
পাকিস্তান একাদশ: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়