Apan Desh | আপন দেশ

৪ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ২ জুলাই ২০২৫

আপডেট: ১৭:৪৫, ২ জুলাই ২০২৫

৪ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

টসে জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার পেসার তাসকিন-শাকিবের বোলিং তোপে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। বুধবার (০২ জুলাই) প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দারুণ বোলিংয়ে করেছে বাংলাদেশের পেসাররা। তানজিম হাসান সাকিবের পর তাসকিন আহমেদের জোড়া আঘাতে ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে লঙ্কানরা। এরপর আঘাতে হানেন ওয়ানডেতে অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভীর হোসেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১৪৪ রান। জুনিথ লিয়ানাগে ২৩ ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা ৬৬ রানে ব্যাট করছেন।

টসে হেরে বোলিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই মেইডেন নেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারে দারুণ বোলিং করেছেন তানজিম সাকিবও। দুই প্রান্ত থেকেই দারুণ শুরুর পর উইকেট পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে।

আরওপড়ুন<<>>মিয়ানমারকে হারিয়ে ইতিহাস গড়তে চায় মেয়েরা

নিজের দ্বিতীয় আর ইনিংসের চতুর্থ ওভারে তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসবন্দী হয়ে আউট হন লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা (০)। এরপর আরেক ওপেনার নিশান মাদুস্কাকে (৬) বোল্ড করেন তাসকিন।

ফলে ১১ রানেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে লঙ্কানরা। এরপর সপ্তম ওভারে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান তাসকিন। এবার তার বলে ক্যাচ তুলে দিয়ে অধিনায়ক মেহেদী মিরাজের মুঠোবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন কামিন্সু মেন্ডিস (০)।

২৯ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক আসালাঙ্কা ও কুশল মেন্ডিস দলকে টেনে নিয়ে যাচ্ছেন। এরপর বাঁহাতি স্পিনার তানভীর হোসেনের শিকার হন কুসল মেন্ডিস।

আপন দেশ/এমএইচ 
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়