
ছবি: সংগৃহীত
বাংলাদেশরে চেয়ে তুলনামূলক দুর্বল দল সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি ক্রিকেটে চারবারের দেখায় কখনই টাইগারদের হারাতে পারেনি তারা। তবে পঞ্চমবারের চেষ্টায় সফল হলো মধ্যপ্রাচ্যের এ দেশটি। তারা যেনতেনভাবে নয়। রীতিমমতো রেকর্ড গড়ল তারা। বাংলাদেশের দেয়া ২০৬ রানের টার্গেটে ২ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আরব আমিরাত।
সোমবার (১৯ মে) রাতে শারজায় উত্তেজনাপূর্ণ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ২০৫ রানের স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে তারা। আরব আমিরাতের মাঠে এ প্রথম দুশোর্ধ্ব রান তাড়া করে জিতল কোনো দল।
এর আগে ২০২২ সালে সর্বোচ্চ ১৮৪ রান তাড়া করে জিতেছিল শ্রীলংকা। সেটাও বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপে।
আরওপড়ুন<<>>এশিয়া কাপ থেকে সরে গেল ভারত
এদিন তানজিদ হাসান (৩৩ বলে ৫৯), তাওহীদ হৃদয় (২৪ বলে ৪৫) ও লিটন দাসের (৩২ বলে ৪০) ব্যাটে ভর করে ৫ উইকেটে ২০৫ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে আমিরাতের অধিনায়ক মুহাম্মদ ওয়াসীমের বিস্ফোরক ব্যাটিংয়ে জিতে যায় আরব আমিরাত। ওয়াসীম ৪২ বলে ৮২ রান করেন।
শেষ ১২ বলে ২৯ রান প্রয়োজন ছিলো আমিরাতের। ১৯তম ওভারে শরিফুল প্রথম বলে উইকেট নিলেও চার বলে ১২ রান দেন। পঞ্চম বলে রানআউট করতে গিয়ে ওভার থ্রোতে ৫ রান দেন তিনি! মূলত সেখানেই ম্যাচ হেরে যায় বাংলাদেশ। শেষ ওভারে ১২ রান তোলার সমীকরণও মিলিয়ে ফেলে মধ্যপ্রাচ্যের দলটি। তারা ৫ বলেই দুই উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়।
ম্যাচে বাংলাদেশের কোনো বোলারই কার্যত ভূমিকা রাখতে ব্যর্থ হয়। শরিফুল, নাহিদ রানা, তানজিম সাকিব সবাই বেধড়ক পিটুনি খায় আরব আমিরাতের ব্যাটারদের হাতে।
এ জয়ে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১-এ সমতা আনল স্বাগতিক দলটি। ২১ মে একই ভেন্যুতে তৃতীয় ও শেষ ম্যাচ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।