Apan Desh | আপন দেশ

রিংকুকে চড় মারলেন কুলদিপ, যা জানাল কলকাতা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ১ মে ২০২৫

রিংকুকে চড় মারলেন কুলদিপ, যা জানাল কলকাতা

প্রতীকী ছবি

অবশেষে মুখ খুলল কলকাতা নাইট রাইডার্স। গত মঙ্গলবার কলকাতা-দিল্লি ম্যাচের শেষে মাঠে কেকেআরের রিংকু সিংকে চড় মারেন দিল্লি ক্যাপিটালসের কুলদিপ যাদব! এ ঘটনা ধরা পড়ে ক্যামেরায়ও। তার পরেই শুরু হয় বিতর্ক। এ ঘটনার পুরো ভিডিও এবার প্রকাশ করেছে কেকেআর। 

সামাজিক যোগাযোমাধ্যমে পোস্ট করা সে ভিডিওতে দেখা যাচ্ছে, রিংকু-কুলদিপের ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরের স্ক্রিনশট। তার পরেই দেখা যাচ্ছে মাঠে দাঁড়িয়ে কথা বলছেন রিংকু ও কুলদীপ। আঙুলের ইশারায় ‘এল’ বা ‘লাভ’ অর্থাৎ, ভালবাসা বুঝিয়েছেন তারা।

দু’জনের বেশ কিছু ছবিও দেয়া হয়েছে সে ভিডিওতে। কখনও গাড়িতে, কখনও আবার হোটেলে একসঙ্গে মজা করছেন তারা। আবার একে অপরের সঙ্গে খুনসুটিও করছেন। ক্যাপশনে কেকেআর লিখেছে, গণমাধ্যমে খবর বনাম প্রকৃত সত্য। আমাদের উত্তরপ্রদেশের ছেলেদের মধ্যে নিখাদ বন্ধুত্ব রয়েছে।

কেকেআরের এ ভিডিও থেকে বুঝা যায়, তারা বোঝাতে চেয়েছে যে মজার ছলেই রিংকুকে চড়় মেরেছিলেন কুলদিপ। রিংকুও তা মজার ছলেই নিয়েছেন। এ ঘটনায় বিতর্কের কিছু নেই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়