Apan Desh | আপন দেশ

মিরাজের ফিফটিতে শতাধিক রানের লিড বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১১:২৫, ৩০ এপ্রিল ২০২৫

মিরাজের ফিফটিতে শতাধিক রানের লিড বাংলাদেশের

মেহেদী হাসান মিরাজের দারুন ব্যাটিংয়ে শতাধিক রানের লিড বাংলাদেশের

সাদমান ইসলামের দারুন সেঞ্চুরিতে ভর করে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের শেষ বিকেলে জিম্বাবুয়ের অভিষিক্ত ভিনসেন্ট মাসাকেসার ঘূর্ণিতে এলোমেলো হয়ে যায় সব। ৭ উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। তবে তৃতীয় দিনে অপরাজিত ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামের দৃঢ়তায় লিড বিাড়িয়ে শত রান পার করেছে টাইগাররা। 

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগের দিনের সংগ্রহ করা ৭ উইকেটে ২৯৪ রান নিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই ফিরে যেতে পারতেন মিরাজ। তবে উইকেটরক্ষক টাফাডজোয়া সিগার ব‍্যর্থতায় বেঁচে যান তিনি। আগের দিন শেষ বিকেলে লাল সবুজ দলের ঘাতকরুপে আবিভূত হওয়া ভিনস্টেন মাসেকেসার বল কাভারে খেলতে চেয়েছিলেন মিরাজ। গ্লাভসে লেগে ক‍্যাচ যায় সিগার কাছে। কিন্তু গ্লাভসে নিতেই পারেননি তিনি।

এরপর ব্লেসিং মুজারাবানির ওভারে তাইজুল ইসলামের বাউন্ডারিতে তিনশ রানে পৌঁছে বাংলাদেশ। এর দুই বল পর খেলা বন্ধ হয়ে যায় বৃষ্টির বাগড়ায়। 
ফলে ৭ উইকেটে ৩০৩ রান নিয়ে ড্রেসিংরুমে ফিরে যান দুই অপরাজিত ব্যাটার তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। 

বৃষ্টিতে অবশ্য খুব বেশি বাধা ছিল না খেলা। বৃষ্টির বাগড়ায় ১৭ মিনিট বন্ধ থাকার পর শুরু হয় খেলা। এরপর দারুণ ব্যাটিংয়ে পঞ্চাশ রানের জুটি গড়েন দুই অপরাজিত ব্যাটার মিরাজ ও তাইজুল। দুজনের জুটিতে এরই মধ্যে একশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। সে সঙ্গে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মেহেদী হাসান মিরাজ। ১ হাজার ৯৬৪ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেন মিরাজ। ধস ঠেকিয়ে এক প্রান্ত আগলে রেখে দলকে শতরানের লিড এনে দিতে তিনি স্পর্শ করেন দুই হাজার রানের সীমানা।

এরপরই বিদায় নেন তাইজুল ইসলাম। ভিনসেন্ট মাসেকেসার বল ড্রাইভ খেলার চেষ্টায় ক্রিজ ছেড়ে বেরিয়ে যান তাইজুল। বল ধরে দ্রুত বেলস ফেলে দেন টাফাডজোয়া সিগা। ৪৫ বলে ২০ রান করে আউট হন তাইজুল। তার বিদায়ে ভাঙে ৬৩ রানের জুটি। হাফ সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা মিরাজের সঙ্গে যোগ দেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। এরপর ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নেন মিরাজ।

এ প্রতিবেদন লেখার সময় ৯৯.৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৫৩ রান। ফলে স্বাগতিকদের লিড দাঁড়ায় ১২৬ রানে। মিরাজ ৫০ এবং সাকিব ০৪ রানে অপরাজি আছেন।

এর আগে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে দুই ফিফটিতে ভর করে তুলেছিল ২২৭ রান। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়