Apan Desh | আপন দেশ

রোনালদোর গোল মিসে আল নাসরের স্বপ্নভঙ্গ 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:২৭, ১ মে ২০২৫

আপডেট: ১১:২৮, ১ মে ২০২৫

রোনালদোর গোল মিসে আল নাসরের স্বপ্নভঙ্গ 

ছবি: সংগৃহীত

যোগ করা সময়ের শেষ মুহূর্তে সমতা ফেরানোর সুযোগ এসেছিল আল নাসরের সামনে। কিন্তু একেবারে ফাঁকা পোস্ট পেয়েও বল জালে জড়াতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো! ফলে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেই থেমে যেতে হলো সৌদি ক্লাবটিকে। জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালের বিপক্ষে ৩-২ গোলে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে আল নাসরের। শনিবার (০৩ মে) ফাইনালে আল আহলির মুখোমুখি হবে কাওয়াসাকি ফ্রন্তালে।

ম্যাচ শেষে রোনালদো এক্স-এ নিখেছেন, কখনও কখনও স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করতে হয়। এ দল এবং মাঠে আমরা যা কিছু দিয়েছি তার জন্য আমি গর্বিত।

বুধবার (৩০ এপ্রিল) রাতে সৌদি আরবের জেদ্দায় শেষ চারের ম্যাচে দশম মিনিটে জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালেকে এগিয়ে নেন তাতসুয়ে ইতো। ২৮তম মিনিটে সমতা ফিরিয়েছিলেন সাদিও মানে। ৩৪তম মিনিটে রোনালদোর হেড লাগে ক্রসবারে। ৪১তম মিনিটে ইউতো ওজেকির গোলে আবার এগিয়ে যায় ফ্রন্তালে। ৭৬তম মিনিটে আকিহিরোর বাঁ পায়ের শটে ব্যবধান ৩-১ করে জাপানের ক্লাবটি।

৮৭ মিনিটে আইমান ইয়াহইয়ার বক্সের বাইরে থেকে নেয়া শটে এক গোল ফেরায় আল নাসর। ৯৬তম মিনিটে রোনালদো ফাঁকায় বল পেয়ে গোল করতে পারলে ম্যাচ গড়াত অতিরিক্ত সময়ে। কিন্তু তার মিসে বিদায় নেয় আল নাসর। চোখেমুখে হতাশা নিয়ে মাঠ ছাড়েন সি আর সেভেন।

এ হারে আল নাসরের সঙ্গে রোনালদোর বড় শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। সৌদি প্রো লিগেও শিরোপা জয়ের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তারা এখনো তৃতীয় স্থানে, শীর্ষে থাকা আল-ইত্তিহাদের চেয়ে পিছিয়ে ৮ পয়েন্ট।

২০২৩ সালে আল নাসরে যোগ দিয়েই আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন রোনালদো, তবে সেটি অফিসিয়াল শিরোপা নয়। ফলে এখনো আল নাসর অধ্যায়ে বড় অর্জন অধরাই থেকে যাচ্ছে এ পর্তুগিজ তারকার জন্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়