Apan Desh | আপন দেশ

মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:২৫, ৩০ এপ্রিল ২০২৫

মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে রানের পাহাড়ে বাংলাদেশ

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পর মেহেদী হাসান মিরাজ

সাদমান ইসলামের অনবদ্য সেঞ্চুরি সত্ত্বেও চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষ বিকেলে দ্রুত উইকেট হারানোয় শঙ্কা ভর করেছিল টাইগার শিবিরে। বুধবার (৩০ এপ্রিল) তৃতীয় দিনের সকাল থেকে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি হাঁকিয়ে সে শঙ্কা তুড়ি মেরে উড়িয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। সে সঙ্গে প্রথম ইনিংসে বাংলাদেশকে নিয়ে গেলেন রানের পাহাড়ে। 

আগের দিনের করা ৭ উইকেটে ২৭৯ রান নিয়ে তৃতীয় দিনে মধ্যাহ্ন বিরতির পর প্রথম ইনিংসে ৪৪৪ রানে থেমেছে স্বাগতিকরা। ফলে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২১৭ রানে। যার কারিগর মেহেদী হাসান মিরাজ। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সকাল থেকেই একপ্রান্ত আগলে রেখেছিলেন তিনি। তাইজুল ও তানজিমকে নিয়ে গড়েছেন দুটি দুর্দান্ত জুটি। 

তাইজুলের সঙ্গে ৬৩ রানের জুটির পর লেজের দিকে সবচেয়ে বড় জুটিটা গড়েছেন তানজিম সাকিবকে নিয়ে। ৯৬ রানের সে জুটিতেই লিড দুইশ ছাড়ায় বাংলাদেশের। তানজিমের আউটের পর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন মিরাজ। এ চট্টগ্রামেই তিনি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।  চার বছর অপেক্ষার পর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন তিনি। 

সেঞ্চুরির পাশাপাশি এ ফরম্যাটে ২ হাজার রানের মাইফলকও পেরিয়ে গেছেন মিরাজ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২ হাজার রান ও ২০০ উইকেটের যুগলবন্দি রেকর্ড আছে তার। মিরাজের সেঞ্চুরির পেছনে বড় অবদান আছে তানজিম হাসান সাকিবের। প্রথম সেশন থেকেই মিরাজকে দারুণ সঙ্গ দিয়েছেন এ পেসার। দুজনের অবিচ্ছিন্ন নবম উইকেট জুটিতে এসেছে ৯৬ রান। তানজিম ৪১ রান করে আউট হয়েছেন।

আরও পড়ুন<<>> মিরাজের ফিফটিতে শতাধিক রানের লিড বাংলাদেশের

সেঞ্চুরির পর বেশিক্ষণ স্থায়ী হয়নি মিরাজ। ভিনসেন্ট মাসেকেসার বল এগিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হয়েছেন ১০৪ রানে। এ উইকেট তুলেই অভিষেকে পাঁচ শিকারের নজির গড়েছেন জিম্বাবুয়ের লেগ স্পিনার। 

এদিন অবশ্য বাগড়া দিয়েছিল বৃষ্টি। মিরাজ-তাইজুলের ব্যাটে ৩০০ পেরোনোর পরই বৃষ্টি নামে। ফের খেলা শুরু হলে প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন দুই ব্যাটার। প্রথম ইনিংসে ১২৯.২ ওভার ব্যাটিং করে ৪৪৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। লিড হয়েছে ২১৭ রানের।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) জিম্বাবুয়েকে ২২৭ রানে অল-আউট করে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম (১২০)। তিন বছর পর টেস্ট খেলতে নেমে এনামুল হক বিজয় করেন ৩৯ রান। তবে বাংলাদেশের মিডল অর্ডার এদিন ভালো করতে পারেনি। ছোট্ট একটা ধসও নেমেছিল শেষ বিকেলে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়