
সংগৃহীত ছবি
কাশ্মীরের পহেলগামে সাম্প্রতিক হামলা ও এর পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়লেও এতদিন এ নিয়ে সরাসরি কিছু বলেনি পাকিস্তান। তবে এবার মুখ খুললেন দেশটির সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের যেকোনো সামরিক আগ্রাসনের জবাব কঠোর ও তাৎক্ষণিকভাবে দেয়া হবে।
বৃহস্পতিবার (০১ মে) পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (TFFR) আয়োজিত 'হ্যামার স্ট্রাইক' নামের একটি সামরিক মহড়া পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। মহড়াটি আয়োজন করে পাকিস্তান সেনাবাহিনীর মঙ্গলা স্ট্রাইক কর্পস।
দেশটির আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, এ মহড়াটি যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধক্ষেত্রের সমন্বয় ও অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থার কার্যকরী একীকরণ যাচাই করার জন্য ডিজাইন করা হয়েছে।
আরও পড়ুন>>>যে কোনো পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার ঘোষণা চীনের
মহড়া পরিদর্শনকালে জেনারেল আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীর অফিসার ও সৈন্যদের উচ্চ মনোবল, যুদ্ধ দক্ষতা ও যুদ্ধের মনোভাবের প্রশংসা করেন এবং তাদেরকে পাকিস্তান সেনাবাহিনীর আভিযানিক উৎকর্ষতার মূর্ত প্রতীক বলে অভিহিত করেন।
এসময় পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য দেশের সশস্ত্র বাহিনীর অটল সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি।
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, কোনো অস্পষ্টতা থাকা উচিত নয় যে, ভারতের যেকোনো সামরিক অভিযানের জবাব দ্রুত ও দৃঢ় জবাব দেয়া হবে। যদিও পাকিস্তান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবু জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমাদের প্রস্তুতি ও সংকল্প চূড়ান্ত। পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক নেতৃত্ব, ফর্মেশন কমান্ডার ও বিভিন্ন বাহিনীর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মহড়া দেখতে উপস্থিত হন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।