Apan Desh | আপন দেশ

এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ১ মে ২০২৫

আপডেট: ১৫:১৩, ১ মে ২০২৫

এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল

গোল করার পর লামিনে ইয়ামাল

ইন্টার মিলানের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় বার্সেলোনা। দারুন দক্ষতায় একক প্রচেষ্টায় দারুণ এক গোলে ব্যবধান কমান লামিনে ইয়ামাল। সে সঙ্গে কিলিয়ান এমবাপ্পের রেকর্ড ভাঙেন এ স্প্যানিশ তারকা। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন ইয়ামাল। আগের রেকর্ড ছিল ফরাসি তারকার দখলে। 

বুধবার (৩০ এপ্রিল) রাতে ২৪ মিনিটে ইন্টারের বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডার মিখিতারিয়ানকে নাচিয়ে গোলমুখে শট নেন। বল গোলবারে আঘাত করে জালে জড়ায়। ইন্টারের দ্বিতীয় গোলের তিন মিনিট পর বার্সা ব্যবধান কমায়। ৩৮তম মিনিটে ফেরান তোরেস সমতা ফিরিয়ে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। এর আগেপরে ইয়ামাল দারুণ নৈপুণ্য দেখিয়ে ইন্টারকে কাঁপিয়ে দেন।

১৭ বছর ও ২৯১ দিনে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে গোল করে সর্বকনিষ্ঠ গোলদাতার মর্যাদা পেলেন ইয়ামাল। ২০১৭ সালের সেমিফাইনালে জুভেন্টাসের বিপক্ষে সেমিফাইনালে গোল করেছিলেন মোনাকোর ১৮ বছর ও ১৪০ দিন বয়সী এমবাপ্পে।

রোমাঞ্চকর এ ম্যাচ শেষ হয়েছে ৩-৩ গোলের ড্রয়ে। আগামী সপ্তাহে সান সিরোতে হবে ফাইনালে ওঠার শেষ লড়াই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়