
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় প্রতিনিয়ত প্রতিযোগিতা বাড়ছে। তারই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের আরও আকর্ষণ করতে এবার নতুন ফিচার নিয়ে এলো টিকটক। এখন থেকে এ অ্যাপটিতে ডাইরেক্ট মেসেজে ব্যবহারকারীরা ভয়েস মেসেজ ও ছবি পাঠাতে পারবেন। ধাপে ধাপে কয়েক সপ্তাহের মধ্যে সবার জন্য চালু হবে এ সুবিধা।
তবে যেসব অ্যাকাউন্টে ডিএম ব্যবহারের সুযোগ নেই, তাদের জন্য এ ফিচার কার্যকর হবে না। টিকটকের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল ১৬ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীরাই এ সুবিধা পাবেন।
আরওপড়ুন<<>>গ্রামীণফোনের ফাইভজি সেবা এখন সব বিভাগীয় শহরে
ভয়েস মেসেজ রেকর্ড করতে আঙুল মাইক্রোফোন আইকনে ধরে রাখতে হবে, আর আঙুল ছেড়ে দিলেই মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। মেসেজ বাতিল করতে চাইলে রেকর্ডিং চলার সময় আইকনটি ওপরে বামে টেনে নিতে হবে।
টিকটকে আগে থেকেই ভিডিও শেয়ারের সুবিধা থাকলেও এবার সরাসরি ভয়েস মেসেজ ও ছবি পাঠানোর সুযোগ যোগ হওয়ায় প্ল্যাটফর্মটি আরও সমৃদ্ধ হলো। বিশেষজ্ঞরা বলছেন, এ হালানাগাদ টিকটককে তরুণ ব্যবহারকারীদের কাছে আরও জনপ্রিয় করে তুলবে। সূত্র: টেকক্রাঞ্চ
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।