Apan Desh | আপন দেশ

দেশে ফিরে স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:১৪, ২১ নভেম্বর ২০২৪

দেশে ফিরে স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

বিশ্বজয়ী হাফেজ আনাস মাহফুজ।

কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। তিনি শিশু হাফেজদের ৮ থেকে ১২ বছরের গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গৌরবময় সংবর্ধনা জানানো হয়।

এ উপলক্ষে মারকাজু ফয়জিল কোরআনের পরিচালক মাওলানা মোর্তজা হাসান ফয়েজি মাসুম তার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

দেশে ফিরে হাফেজ আনাস মাহফুজ বলেন, সবার কৃতজ্ঞতা আদায় করছি। এটা আমার মর্যাদা নয়। এটা মহান আল্লাহর কোরআনের মর্যাদা। মহান আল্লাহ আমাকে সাহায্য করেছেন বলে আমার জন্য সহজ হয়েছে। সবার কাছে দোয়া চাই, দুনিয়াতে যেভাবে প্রথম হয়েছি এভাবে জান্নাতুল ফিরদাউসে এক সঙ্গে থাকতে পারি।
 
ভবিষ্যতে কী হতে চায় জানতে চাইলে বলেন, আমার স্বপ্ন আমি ভবিষ্যতে আল্লাহর দীন শিখে যোগ্য আলেম হয়ে পবিত্র কোরআনের খেদমত ব্যাপকভাবে করা।
 
উল্লেখ্য, কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। শিশু হাফেজদের গ্রুপ ৮ থেকে ১২ বছরের  গ্রুপে প্রথম স্থান অর্জন করেন তিনি। এ প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ক্বারী আবু জর গিফারী। বিশ্বের ৭৪ দেশের প্রতিযোগিদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এ গৌরব বয়ে এনেছেন তারা।
 
হাফেজ আনাস মাহফুজের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়। বর্তমানে তিনি ঢাকার মিরপুর ১-এ অবস্থিত মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামি, ঢাকার হিফজ বিভাগের ছাত্র।
 
এর আগে তিনি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ পিএইচপি কোরআনের আলোয় তৃতীয় স্থান অধিকার করেন। কুয়েতের কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে দেশের অসংখ্য প্রতিযোগীদের সঙ্গে আগে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়