Apan Desh | আপন দেশ

তারেক রহমানের রাজশাহী সফর পেছাল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:০৭, ২৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১২:২৭, ২৬ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের রাজশাহী সফর পেছাল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণার উদ্দেশে দেশের নানা প্রান্তে সফর করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তারই ধারাবাহিকতায় বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহীতে যাওয়ার কথা ছিল তার। তবে সফরসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রাজশাহীতে তারেক রহমানের সমাবেশ এক দিন পিছিয়ে বৃহস্পতিবার করা হয়েছে। সময়মতো উড়োজাহাজের টিকিট না পাওয়ার কারণে সমাবেশ পেছাতে হয়েছে বলে জানিছেন রাজশাহী সদর আসনের বিএনপির প্রার্থী ও চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান (মিনু)।

নতুন সূচি অনুযায়ী, তারেক রহমান রাজশাহীতে হাজী মোহাম্মদ মহসিন সরকারি বিদ্যালয় মাঠে (ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে) ২৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এ সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি নির্বাচনী এলাকার মানুষ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন<<>>বাবার জন্মদিনে মির্জা ফখরুলকন্যার আবেগঘন পোস্ট

শনিবার (২৪ জানুয়ারি) রাতে মিজানুর রহমান মিনুর বাসায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় তারেক রহমানের এ সমাবেশ হবে সর্বকালের বৃহৎ ও ঐতিহাসিক।

মিজানুর রহমান বলেন, দুপুরের দিকে দলের চেয়ারম্যান তারেক রহমান টেলিফোন করে সমাবেশের তারিখ পরিবর্তনের বিষয়টি তাকে অবহিত করেন। তিনি আরও বলেন, অন্য কোনো সমস্যা নয়, ২৮ জানুয়ারি বিমানের টিকিট না পাওয়ার কারণে সমাবেশের তারিখটি পেছানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়