ছবি: আপন দেশ
জাতীয় তিন নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন ও শেরেবাংলা একে ফজলুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন দলটির নেতারা।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে প্রথমে দোয়েল চত্বর এলাকায় শেরে বাংলা একে ফজলুল হকসহ তিন নেতার কবরে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদীর কবরে যান তারা।
সেখানে কবর জিয়ারত ও মোনাজাত শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু করেন দলটির শীর্ষ নেতারা।
আরও পড়ুন<<>>নারী-কৃষকদের নিয়ে ভাবনার কথা জানালেন তারেক রহমান
কবর জিয়ারত শেষে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, সারাদেশের মানুষের কাছে আমরা আহবান জানাচ্ছি, আপনার ১০ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করুন, ১০ দলীয় ঐক্য জোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টির সারাদেশে যে ৩০ জন প্রার্থী রয়েছে তাদের শাপলা কলি মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান।
তিনি দাবি করেন, সংসদে জাতীয় নাগরিক পার্টি এবং ১০ দলীয় ঐক্য জোট আপনার, সাধারণ মানুষের কথা বলবে, গণঅভ্যুত্থানের কথা বলবে, সংস্কারের কথা বলবে, সার্বভৌমত্বের কথা বলবে। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার এবং শরীফ ওসমান হাদী হত্যার বিচার দাবি এ নির্বাচনি প্রচারণার অন্যতম এজেন্ডা বলেও জানান তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচনের আগেই ওসমান হাদী মামলার চার্জশিট থেকে শুরু করে সব এজেন্ডা যেন সম্পন্ন হয়। আমরা অবশ্যই এ হত্যার সুষ্ঠু বিচার বাংলার মাটিতে আদায় করে ছাড়বো।
এ সময় উপস্থিত ছিলেন–ঢাকা-৮ এর প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
পরে জাতীয় প্রেস ক্লাব অভিমুখে মার্চ ফর জাস্টিস কর্মসূচি শুরু করেছেন তারা। সেখানে বক্তব্য রাখবেন নেতারা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































