Apan Desh | আপন দেশ

সিলেট থেকে গণসংযোগ শুরু করেছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২২:২৪, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:৪২, ২১ জানুয়ারি ২০২৬

সিলেট থেকে গণসংযোগ শুরু করেছেন তারেক রহমান

ছবি : আপন দেশ

সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই অংশ হিসেবে দুই দশক পর বুধবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট যোগে সিলেট এম এ জি ওসমানি বিমানবন্দরে পৌঁছান তিনি। সিলেটে পৌঁছে প্রথমেই হযরত শাহজালাল মাজার জিয়ারত করেন। এর মধ্য দিয়েই তিনি তার নির্বাচনী প্রচারণার সূচনা করেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরীর আলিয়া মাদ্রাসা মাঠ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এ ছাড়াও তিনি পর্যায়ক্রমে মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়াম, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন।

এ বিষয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বলেন, ‘তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগদান করবেন।  যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন। তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন এবং বিকেলে কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। 

আরও পড়ুন <<>> সিলেটে পৌঁছেছেন তারেক রহমান

তিনি বলেন, ‘এ লক্ষ্যে ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক তথা রিটার্নিং অফিসার, অর্থাৎ সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকায় সংশ্লিষ্ট পুলিশ বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছি।’

সিলেট সফরের পর তারেক রহমান নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকা এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়