Apan Desh | আপন দেশ

যে প্রতীক পেলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৯, ২১ জানুয়ারি ২০২৬

যে প্রতীক পেলেন রুমিন ফারহানা

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাঁস প্রতীক পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান প্রতীক বরাদ্দ দেন।

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র হিসেবে লড়বেন।

এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলের সিদ্ধান্ত না মানায় বিএনপি তাকে বহিষ্কার করে। 
 
রুমিন ফারহানা জানান, হাঁস তার পছন্দ। বাড়িতেও হাঁস পালেন তিনি।

এদিকে নিজের কর্মী-সমর্থকদের ভোটের বিষয়ে প্রশাসনকে সহযোগিতার আহবান জানিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে আশুগঞ্জে আয়োজিত মতবিনিময়সভায় তিনি বলেন, ‘কারও উসকানিতে পা দেওয়া যাবে না।’

আরও পড়ুন : স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারা যে প্রতীক পেলেন 

ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাগবিতন্ডার জের ধরে তাকে দুটি শোকজ নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এসব নোটিশের জবাব দেওয়ার কথা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়